3D Text & Animation তৈরি করুন বাংলা এবং ইংরেজীতে
3D Text & Animation তৈরি করুন বাংলা এবং ইংরেজীতে (বাছাই করা সফটওয়্যার দিয়ে) ১০০% কাজের
বর্তমান যমানায় হচ্ছে 3D দুনিয়া আর আমরা পিছিয়ে থাকলে তো আর হবে না! তাই আপনাদের জন্য নিয়ে আসলাম 3D লেখার এনিমেশন তৈরি করার ভাল লাগা কাজের একটি সফটওয়ার , এই সফটওয়ার দিয়ে আপনি আপনার মনের মতন বাংলা, ইংরেজী 3D লেখার এনিমেশন তৈরি করতে পারবেন শুধু একটু মেধা খাটিয়ে।
তাহলে আর দেরি না করে নিয়ে নিন সফট টি। আর হ্যাঁ সফটওয়ার ডাউনলোড করার আগে একটি ধন্যবাদ দিতে ভুলবেন না এত কষ্ট করে আপনাদের জন্য খুঁজে খুঁজে সফট গুলো বাহির করি আর আপনারা শুধু নিয়ে যান ধন্যবাদ না দিয়ে। আশাকরি আজ ধন্যবাদ না দিয়ে যাবেন না
তার আগে ডাউনলোড করে নিন সফটওয়্যার টি নিচের বাটন থেকে -
কিভাবে বানাবেন এরকম 3D Animation ? Follow করুন নিচের স্টেপ গুলি ------
১) প্রথমে সফটওয়্যার টি ইন্সটল করে নেবেন । সিরিয়াল No চাইলে দিয়ে দেবেন এটা - X3D-9101-2462-1422
২) তারপর সফটওয়্যার টি ওপেন হয়ে যাবে ঠিক এমন ভাবে -----
৩) এবার Text Option বাটনে ক্লিক করে আপনার লেখার স্টাইল সিলেক্ট করে আমার মত পছন্দ লেখা লিখে দিন।
৪) বার এনিমেশন দেবার পালা এনিমেশন এর বিভিন্ন ইফেক্ট দিতে হলে Option মেনু থেকে Animate বাটনে ক্লিক করে আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন।
৫) বিভিন্ন কালার দিন আপনার পছন্দের মত তারপর Start/Stop Animation (CTRL+SPACE) ক্লিক করে দেখুন কেমন হয়েছে এনিমেশনটি।
৬)এবার সেভ করার পালা নিচের নিয়ম অনুসারে সেভ করুন। FILE CLICK EXPORT ANIMATION এ ক্লিক করবো অ্যান্ড সেভ করে নেব ।
আশা করছি কিছু তা হলেও বোঝাতে পেরেছি ... এরকম কিছু নতুন শিখতে অবশ্যই কমেন্ট করবেন । আর শেয়ার করে দেবেন । Thank You .
বিঃদ্রঃ এভাবে আরো একটু মেধা খাটিয়ে আপনি আমার থেকে ও আরো ভাল কিছু করতে পারবেন।
thank
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete