Header Ads

মাইক্রোসফট এক্সেলের কিছু ফর্মূলা বা সূত্র

আজ আমি Excel পর্বের ২য় পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক....................





মাইক্রোসফট এক্সেলের কিছু ফর্মূলা বা সূত্র গুলো.....

যোগের সূত্র: (SUM)

দুটি সংখ্যা পাশাপাশি থাকলে নিম্নের সূত্রের সাহায্যে যোগ করা হয়:-
গঠন: =Sum(১ম সংখ্যার সেল এড্রেস + ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।
যেমন ঃ - =Sum(A1+B1) Press Enter নীচে Screen Shot দেওয়া হল । ↓↓↓↓↓

এখানে "+" সাইন এর জায়গায়  " : " এই রকম কোলন সাইন ও ব্যাবহার করতে পারেন ।

উদাহরন: ধরুন  আমরা ৫০ এবং ৫৫ যোগ করব C1 সেলে , এজন্য আমাদেরকে সর্বপ্রথম C1 সেলে =(সমান) চিহৃ দিতে হবে । তারপর 50  এর সেল এড্রেস দিতে হবে, খেয়াল করে দেখুন 50  A কলামে এবং 1 নং রো তে রয়েছে এজন্য 50 এর সেল   এড্রেস হবে A1। তারপর একই ভাবে পাশের সেলে আছে ৫৫ খেয়াল করে দেখুন 50  B কলামে এবং 1 নং রো তে রয়েছে এজন্য 55 এর সেল   এড্রেস হবে B1 ( কি এখন কি সেল এড্রেস বিষয়টি ক্লিয়ার হয়েছে  🙂  )

বিয়োগের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে বিয়োগ করতে হয়:-
গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস - (বিয়োগ চিহ্ন দিয়ে ) ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

গুনের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে গুন করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে গুন করতে হয়:-
গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস * ( এটি গুন চিহ্ন) ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

ভাগের সূত্র:

দুটি সংখ্যার মধ্যে ভাগ  করতে হলে   নিম্নের সূত্রের সাহায্যে ভাগ  করতে হয়:-
গঠন: =(১ম সংখ্যার সেল এড্রেস / (এটি ভাগের চিহ্ন ) ২য় সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

পার্সেন্টেজ এর (%) বের করার সূত্র:

গঠন: =(যে সংখ্যার পার্সেন্টিজ বের করবেন ঐ সংখ্যা * যত পার্সেন্ট বের করবেন% ) তারপর এন্টার দিতে হবে।
উদাহরন: আমরা 5,000 এর 10% পাসেন্ট বের করব। তাহলে সূত্র হবে =5,০০০ এর সেল এড্রেস*10%

গড় বের করার সূত্র:

গঠন: =average(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।
উদাহরন: দরুন আমরা ১০, ২০, ৩০,৪০ ও ৫০ এই পাঁচটি সংখ্যার গড় বের করব, তাহলে সূত্র হবে:
=average(১০ এর সেল এড্রেস : ৫০ এর সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সর্বনিম্ন সংখ্যা বের করা সূত্র:

গঠন: =min(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সর্বোচ্চ সংখ্যা বের করা সূত্র:

গঠন: =max(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।

সংখ্যা গননা করার সূত্র:

গঠন: =Count(১ম সংখ্যার সেল এড্রেস : শেষ সংখ্যার সেল এড্রেস) তারপর এন্টার কী প্রেস করতে হবে।
বর্তমান সময় ও তারিক নির্ণয় 
গঠন:  =Now() তারপর এন্টার কী প্রেস করতে হবে।

1 comment:

  1. মূল বেতনের ১% কিন্তু ১৫০ টাকার বেশি হবে না। এর ফর্মূলা কি?

    ReplyDelete

Powered by Blogger.